হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে রাতে আবারও কিশোর গ্যাংয়ের উৎপাত, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকা থেকে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার স্থানীয় বাসিন্দাদের কল পেয়ে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল রাত ৯টার দিকে তাঁদের এই গ্যাংয়ের লিডারসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।

সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সেনা ক্যাম্পে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকাবাসী ফোন কল দিয়ে জানায় এলাকার কিছু কিশোর গ্যাংয়ের বখাটে সদস্যরা আবার ফিরে এসে বিভিন্ন অলি-গলিতে বড় বড় ছুরি, চাপাতি নিয়ে খোলা আকাশের নিচে মহড়া দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন বাড়ির টিনের চালে উঠে আড্ডা দিচ্ছে ও উচ্চ স্বরে শব্দ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকা থেকে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

খবর পেয়ে মোহাম্মদপুরের সেনাক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ওই এলাকায় হাজির হয়। সেনাদলের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা এদিক-সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুজন হাতেনাতে গ্রেপ্তার হয়। পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্যাংয়ের আস্তানায় গিয়ে তাদের লিডার রাসেলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তারা আরও জানায়, তাদের সকলের হাতে এক ধরনের ট্যাটু পাওয়া যায়, যা তাদের গ্যাংয়ের প্রতীক প্রকাশ করে। লিডারসহ মোট পাঁচজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট