হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে হাতেনাতে আটক ৫ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি থানার মিরপুর রোড ও ৮ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় পৃথক দুটি ঘটনায় পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুই ঘটনায় ধানমন্ডি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

গতকাল রোববার স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল আমিন, মো. রাকিব, মো. নাজমুল খান, মো. মাসুদ। তাদের প্রত্যেকের বয়স ১৮ বছর। এ ছাড়া অপর এক ঘটনায় মো. রিপন (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ও মধ্যরাতে রাতে দুটি পৃথক ঘটনায় ছিনতাইয়ের চেষ্টাকালে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। দুই ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করেছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল রোববার মধ্যরাতে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা সময়ে হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। মিরপুর রোডে এক রিকশা যাত্রীকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে পকেটের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে মোবাইল ছিনতাইয়ে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ও চাকু উদ্ধার করা হয়।’

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু