হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে হাতেনাতে আটক ৫ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি থানার মিরপুর রোড ও ৮ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় পৃথক দুটি ঘটনায় পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুই ঘটনায় ধানমন্ডি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

গতকাল রোববার স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল আমিন, মো. রাকিব, মো. নাজমুল খান, মো. মাসুদ। তাদের প্রত্যেকের বয়স ১৮ বছর। এ ছাড়া অপর এক ঘটনায় মো. রিপন (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ও মধ্যরাতে রাতে দুটি পৃথক ঘটনায় ছিনতাইয়ের চেষ্টাকালে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। দুই ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করেছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল রোববার মধ্যরাতে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা সময়ে হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। মিরপুর রোডে এক রিকশা যাত্রীকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে পকেটের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে মোবাইল ছিনতাইয়ে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ও চাকু উদ্ধার করা হয়।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা