হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট নির্বাচনে ভাঙচুরের মামলায় আইনজীবী রিগ্যান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সালাউদ্দিন রিগ্যান নামে একজন আইনজীবীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলের দিকে রিগ্যানকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। একই সঙ্গে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক জুলহাস উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আগের দিন তাকে এই মামলায় গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয় আসামি রিগ্যান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করলে অন্য যারা জড়িত রয়েছেন তাদের সম্পর্কে জানা যাবে এবং কি উদ্দেশ্যে বা কার প্ররোচনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচনের দিন ভাঙচুর করেছেন তার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, হট্টগোল, মারামারি ও বিভিন্ন চেম্বার ভাঙচুরের ঘটনায় বিএনপিপন্থী প্যানেলের সভাপতি, সম্পাদক প্রার্থীসহ ১৪ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা