হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট নির্বাচনে ভাঙচুরের মামলায় আইনজীবী রিগ্যান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সালাউদ্দিন রিগ্যান নামে একজন আইনজীবীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলের দিকে রিগ্যানকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। একই সঙ্গে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক জুলহাস উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আগের দিন তাকে এই মামলায় গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয় আসামি রিগ্যান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করলে অন্য যারা জড়িত রয়েছেন তাদের সম্পর্কে জানা যাবে এবং কি উদ্দেশ্যে বা কার প্ররোচনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচনের দিন ভাঙচুর করেছেন তার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, হট্টগোল, মারামারি ও বিভিন্ন চেম্বার ভাঙচুরের ঘটনায় বিএনপিপন্থী প্যানেলের সভাপতি, সম্পাদক প্রার্থীসহ ১৪ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু