সাভারে বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার বেলা দুইটার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অনেকে আহত হন। তাদের মধ্যে ২২ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মুজাহিদ নামে (২৪) একজন মারা যান।
মুজাহিদদের বাড়ি গোপালগঞ্জ। তিনি সাভার পৌর এলাকার সোবহানবাগে থেকে ফার্নিচারের দোকানে কাজ করতেন।
মুজাহিদদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
এদিকে সংঘর্ষের পর বেলা পৌনে তিনটার দিকে পুলিশ পিছু হটে থানার অদূরে মুক্তির মোড়ে অবস্থান নেয় । এর পর আন্দোলনকারীরা থানা রোডে ঢুকে ভাঙচুর করে।
এর আগে বেলা সোয়া একটার দিকে আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহাদাতপুরে।