হোম > সারা দেশ > ঢাকা

বাসা ভাড়া নিয়ে মাদকের গোডাউন, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার 

সাভার (ঢাকা) প্রতিনিধি

শুধুমাত্র মাদকের কারবারের জন্যই একটি বাসা ভাড়া নিয়ে গোডাউন বানানো হয়েছিল। ভাড়া বাসা থেকে নিজের বাড়ির দূরত্ব বেশি না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদকের কারবারের জন্যই এই পথ বেছে নিয়েছেন সাভারের এক মাদক কারবারি। আর এটিই ছিল তাঁর একমাত্র পেশা। 

মাদকের একটি চালানসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর ভাড়া বাসার সেই গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। 

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। 

ডিবি পুলিশ বলছে, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তেঁতুলঝোড়ার জনতা হাউজিং এলাকায় তাঁর নিজের একটি বাড়ি থাকলেও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় আরও একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই মাদকের গোডাউন বানিয়েছিলেন তিনি। তিন রুমের একটি ব্যাচেলর ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, ‘প্রায় ৮ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত এই জাহাঙ্গীর আলম। তাঁকে চট্টগ্রাম এলাকা থেকে মাদকের চালান এনে দিত আরেক সহযোগী। তাঁকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট