হোম > সারা দেশ > ঢাকা

বাসা ভাড়া নিয়ে মাদকের গোডাউন, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার 

সাভার (ঢাকা) প্রতিনিধি

শুধুমাত্র মাদকের কারবারের জন্যই একটি বাসা ভাড়া নিয়ে গোডাউন বানানো হয়েছিল। ভাড়া বাসা থেকে নিজের বাড়ির দূরত্ব বেশি না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদকের কারবারের জন্যই এই পথ বেছে নিয়েছেন সাভারের এক মাদক কারবারি। আর এটিই ছিল তাঁর একমাত্র পেশা। 

মাদকের একটি চালানসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর ভাড়া বাসার সেই গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। 

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। 

ডিবি পুলিশ বলছে, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তেঁতুলঝোড়ার জনতা হাউজিং এলাকায় তাঁর নিজের একটি বাড়ি থাকলেও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় আরও একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই মাদকের গোডাউন বানিয়েছিলেন তিনি। তিন রুমের একটি ব্যাচেলর ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, ‘প্রায় ৮ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত এই জাহাঙ্গীর আলম। তাঁকে চট্টগ্রাম এলাকা থেকে মাদকের চালান এনে দিত আরেক সহযোগী। তাঁকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট