হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে ইকবাল উদ্দিন আহমেদ (৭২) নামে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে বড় মগবাজার ২২৭ নম্বর গ্র্যান্ড প্লাজা বাড়ির সাততলার নিজ ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোফিজুর রহমান জানান, ডা. ইকবালের স্ত্রী-কন্যা দেশের বাইরে থাকেন। তাঁদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে তাঁর কোনো যোগাযোগ হচ্ছিল না। ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে রাতে ওই বাসা থেকে ডা. ইকবালের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর পুরো শরীর অর্ধগলিত ও পোকা ধরা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

ডা. ইকবাল উদ্দিনের জামাতা আরিফুর রহমান সিদ্দীক জানান, স্ত্রী হাবিবা বেগম ও মেয়েকে নিয়ে সৌদি আরবে থাকতেন ডা. ইকবাল। ৪০ থেকে ৪৫ বছর আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসা পেশায় কাজ করতেন। 

আরিফুর রহমান সিদ্দীক আরও জানান, সৌদি আরব থাকাকালীন দুবার স্ট্রোক করেছিলেন তিনি। এ জন্য পাঁচ-ছয় বছর আগে দেশে চলে আসেন। এরপর বড় মগবাজারের বাড়িটির নিজ ফ্ল্যাটে একাই থাকতেন। সব শেষ দুই সপ্তাহ আগে স্ত্রী-কন্যার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে তাঁর। এরপর থেকে ফোনে রিং হলেও আর যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। 

গতকাল ওই বাড়ির কেয়ারটেকার সার্ভিস চার্জের জন্য ওই বাসায় গিয়ে তাঁকে অনেক ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরে স্বজনদের ফোন দিয়ে জানান। এরপর থানা-পুলিশকে জানালে তারা দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় বাথরুমে উপুড় অবস্থায় তার মরদেহ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, অসুস্থার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। তবে বেশ কয়েক দিন ওভাবে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ