ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নারীর নাম কুলসুম। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ওই নারী বলেন, 'লাটিম খেলা নিয়ে ঝগড়ার জেরে আমার ছেলে শাওনের সঙ্গে প্রতিবেশী মাহিনের ছেলে তুহিনের ঝগড়া হয়। আমার ননদের ছেলে আমাকে এসে খবর দেয় শাওনকে মাহিন, শাহিন ও সজীব মিলে মারছে। আমি ফেরাতে গেলে তারা আমাকেও আঘাত করে। পরে আমার পরিবার আমাকে হাসপাতালে নিয়ে আসে।'
এ বিষয়ে কর্তব্যরত ডা. মো. ইয়াহিয়া খান বলেন, 'তাঁর অবস্থা এখন ভালো আছে। যেহেতু তাঁর গর্ভে বাচ্চা, সে জন্য আমরা তাঁকে ভর্তি রেখেছি।'
এ বিষয়ে এএসআই মো. রিপন কাজী বলেন, 'এ বিষয়ে দোহার থানায় তিনজনের নামে অভিযোগ করা হয়েছে। কুলসুমের স্বামী জয়নাল (৩৫) বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।'