হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে আরিচার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের একটি বাস। ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে অন্য আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এ সময় বাস ও ট্রাকের চালক গুরুতর আহত হন। অন্যদিকে বাসের কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ