হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, আহত বাবা-মা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী মিথিলা দাশ (১২) নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার বরঙ্গাইল হাইওয়ে থানার ইনচার্জ মো. ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকার সাভার থেকে আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে যাচ্ছিলেন লিটন দাস। ঘিওর উপজেলার তরা ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। তাতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় মিথিলা দাশ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

নিহত মিথিলা সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা শিবালয় উপজেলার নালী গ্রামের বাসিন্দা লিটন দাস একজন কাঠমিস্ত্রি। স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা লিটন দাস ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইব্রাহিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার