হোম > সারা দেশ > ঢাকা

মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন নির্বাচন কমিশনার নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে এমন মন্তব্য করতে পারেন না বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন এই ধরনের মন্তব্য শালীনতা বহির্ভূত।

রোববার নির্বাচন কমিশনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সংবাদ সম্মেলন প্রসঙ্গে আজ সোমবার সিইসি এ কথা বলেন।

মাহবুব তালুকদারের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে কিছু বলতে চাননি কে এম নুরুল হুদা। তার দাবি, এই নির্বাচন কমিশনার প্রায় সময়ই এ ধরনের কথা বলেন। মাহবুব তালুকদারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন আইসিইউতে বা গণতন্ত্র লাইফ সাপোর্টে এসব মন্তব্য শালীনতা বহির্ভূত। 

বারবার মাহবুব তালুকদার এ ধরনের বক্তব্য কেন দিচ্ছেন তা জানতে চাইলে সিইসি বলেন, এটা আমার জানা নেই কেন তিনি এটা বলেন। যেহেতু তিনি উপস্থিত নেই তাঁর বিষয়ে কথা বলা ঠিক হবে না। সংবাদ সম্মেলনের একপর্যায়ে নুরুল হুদা আরও বলেন, তিনি অনেক কথাই বলেন, এ ধরনের কথা প্রায়ই শুনে আসছি। তিনি একটা শব্দের জন্য পুরো এক সপ্তাহ ব্যয় করেন। তারপর সেটা সাংবাদিকদের ডেকে বলেন।

মাহবুব তালুকদারের বক্তব্য সর্বোপরি নির্বাচন কমিশনের সঙ্গে সাংঘর্ষিক কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তাঁর সঙ্গে আমাদের কোনো  দ্বন্দ্ব নেই। মতানৈক্য নেই।

সংবাদ সম্মেলন শুরুর দিকে সিইসি সর্বশেষ তিন দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় প্রতিটি ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন।

 

 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট