হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রদলের ৬ নেতা গ্রেপ্তার: রিমান্ডে জিসান-আরিফ, কারাগারে ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার ছাত্রদলের দুই নেতাকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। 

একই আদালত বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ছাত্রদলের আরও চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সিএমএম আদালতে লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক শওকত আকবর এ তথ্য জানান। 

রিমান্ডে নেওয়া দুজন হলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ (৩০)। 

যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯), কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২)। 

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনের উপপরিদর্শক মো. আসাদুজ্জামান ছাত্রদলের এই ছয়জনকে আজ আদালতে হাজির করেন। এর মধ্যে জিসান ও আরিফকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

একই থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় অন্য চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আসামিপক্ষে জিসান ও আরিফের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন ও অপর চারজনের পক্ষে শুধু জামিন আবেদন করা হয়। 

আসামিপক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী। 

শুনানিতে তাঁরা বলেন, দুই দিন আগে সাদাপোশাকধারীরা এঁদের গাড়িতে করে তুলে নিয়ে যায়। গুম করার উদ্দেশ্যে তাঁদের তুলে নেওয়া হয়। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো ও দলের পক্ষ থেকে তাঁদের নিখোঁজের বিষয়টি প্রকাশ পাওয়ায় সেটা আর করতে পারেনি। দুই দিন আগে অন্যায়ভাবে তুলে নিয়ে নির্যাতন করা হয়। 

রাষ্ট্রপক্ষ জিসান ও আরিফের পক্ষে রিমান্ডের প্রার্থনা করে এবং বাকিদের জামিনের বিরোধিতা করে। 

শুনানি শেষে বিচারক জিসান ও আরিফকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড ও অপর চারজনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় বাদী হন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ নুর আলম সিদ্দিকী। 

অস্ত্র মামলার এজাহারে বলা হয়, লালবাগের ৩৮/১/এ নম্বর বাসায় অভিযান চালিয়ে জিসান ও আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিসানের কোমর থেকে একটি গুলিসহ লোহার বাঁটযুক্ত একটি পিস্তল এবং তাঁর কাঁধে থাকা ব্যাগ থেকে আট চেম্বারবিশিষ্ট রিভলবার আটটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছে থাকা আরেকটি বাক্স থেকে ১৯টি গুলি উদ্ধার করা হয়। অপর আসামি আরিফের কোমরে থাকা আর্ট চেম্বারবিশিষ্ট একটি রিভলবার ও আটটি গুলি উদ্ধার করা হয়। 

এজাহারে আরও বলা হয়, এই আসামিরাসহ ছাত্রদলের অন্য নেতা-কর্মীরা দলবদ্ধ হয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় শক্তি প্রদর্শনের জন্য এই অস্ত্র ব্যবহার করছিলেন। এ ছাড়া তাঁরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য একত্র হয়েছিলেন। এ কারণে গ্রেপ্তার ছয়জনকে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়। 

মামলার পুলিশ প্রতিবেদনে বলা হয়, ছাত্রদলের এসব নেতা-কর্মী বিএনপির হাইকমান্ডের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পনা করছিলেন। 

বিএনপির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার এই ছয় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গিয়েছিল ডিবি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘সরকার বিশেষ উদ্দেশ্য নিয়েই আবারও নতুন করে গুমের মতো মনুষ্যত্বহীন খেলা শুরু করেছে। তাদের (ছাত্রদলের নিখোঁজ ছয় নেতা) পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হলেও বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গোয়েন্দা বিভাগ সেটি স্বীকার করছে না।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা