হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ মিলল পুকুরে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। 

নিহত মাহফুজা বেগম (৩২) শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মির্জানগর দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে। 

দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম মোল্লা বলেন, ‘সকাল ৯টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলেও তাৎক্ষণিক তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা শুরু করে।’ 

নিহতের স্বজনদের বরাতে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, মাহফুজাসহ তাঁরা তিন বোন। এর মধ্যে মাহফুজাসহ আরও এক বোন মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁরা প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে আবার নিজে থেকেই বাড়ি ফিরে আসতেন। 

তিন দিন আগে মাহফুজা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ রোববার সকালে পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরে পরিচয় শনাক্ত করে। শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি