হোম > সারা দেশ > ঢাকা

দেশের অনেক উন্নতি হয়েছে, সমাজ ও সাহিত্যের উন্নতি দরকার: কবি আসাদ চৌধুরী

ঢাবি প্রতিনিধি

‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ স্লোগান সামনে রেখে কবিতা পাঠ, আবৃত্তি ও মুক্ত আলোচনায় শুরু হলো দুদিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০২৩।’

আজ বুধবার সকাল ১০টায় জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। 

উদ্বোধকের বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, ‘দেশের অনেক উন্নতি হয়েছে, এখন আমাদের সমাজ ও সাহিত্যের উন্নতি দরকার। আমরা জাতি হিসেবে দিন দিন লোভাতুর হয়ে যাচ্ছি! এখন আমাদের ভাবতে কষ্ট হয়, আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি কিন্তু লোভ ছাড়তে পারছি না।’ 

কাগজের দাম কমানোর অনুরোধ জানিয়ে কবি আসাদ চৌধুরী বলেন, ‘কাগজের দাম অনেক বেড়ে গেছে। এভাবে বাড়তে থাকলে দেশের কবি, সাহিত্যিকেরা হারিয়ে যাবে, কিছু লিখতে পারবে না; পাঠক কিছু জানবে না। কাগজের দাম কমলে জ্ঞানীদের কাছ থেকে আমরা জ্ঞানের কথা জানতে পারব।’

সভাপতির বক্তব্যে কবি মুহাম্মদ সামাদ বলেন, ‘সকল সুন্দরের শ্রেষ্ঠ সুন্দর হলো কবিতা। তাই তুলনা করতে গিয়ে আমরা বলি, গল্প বা উপন্যাসটি যেন একটি সুন্দর কবিতা; রূপসী মেয়েটি দেখতে ঠিক যেন একটি নিটোল কবিতা; একটি সুন্দর বক্তৃতাকে তাৎক্ষণিক তুলনা করি অসাধারণ কবিতা বলে। ইতিহাসের প্রবল ঘটনা বা বিজয়ের কাহিনিকে বলি মহাকাব্য। শিল্প-সুষমায় সমৃদ্ধ এই কবিতা, কাব্য বা মহাকাব্যের স্রষ্টা হলেন কবি; এই কবি সর্বশ্রেষ্ঠ ও সার্বভৌম মানুষ।’ 

কবি সামাদ আরও বলেন, ‘সকল কবির সৃষ্টির প্রধান পাথেয় স্বপ্ন, সাহস ও ভালোবাসা। আশৈশব নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির স্বপ্ন, অসমসাহস ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই প্রধান পাথেয় ছিল বঙ্গবন্ধু মুজিবের। তাঁর (বঙ্গবন্ধুর) শিল্পশৈলীসমৃদ্ধ রাজনীতির সোনালি ফসল এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নিঃসন্দেহে এক অনুপম সৃষ্টি ও মহত্তম কবিতা। তাই বাংলার স্বাধীনতা আমার, আপনার ও অনাগত কালের সকল বাঙালির এক প্রিয়তম কবিতা।’ 

জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

কবিতা উৎসবে শোকপ্রস্তাব পাঠ করেন আমিনুর রহমান সুলতান। ঘোষণাপত্র পাঠ করেন কাজল বন্দ্যোপাধ্যায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক শিহাব সরকার ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। 

ভারত, ভুটান, নেপাল, অস্ট্রিয়া ও ইরান থেকে আমন্ত্রিত কবিরা এবং সারা দেশ থেকে শতাধিক কবি এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া এই কবিতা উৎসব উদ্বোধনের দিন থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিন আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিভিন্ন কবিতা পাঠ, আবৃত্তি, সেমিনার ও মুক্ত আলোচনার মাধ্যমে যথারীতি এই উৎসব চলবে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু