হোম > সারা দেশ > মাদারীপুর

হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে শিবচরের পথঘাট 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শীতের প্রকোপ খুব বেশি না হলেও আজ বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছিল না সূর্যের দেখা। শিবচরের পথঘাট কুয়াশায় ঢাকা পড়ে। সকালে কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্বেও কিছু স্পষ্টভাবে দেখা যায়নি। সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়েছে। 

শিবচর হাইওয়ে সূত্রে জানা গেছে, ভোর থেকে মহাসড়কে গাড়ি তেমন ছিল না। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পুরো মহাসড়ক কুয়াশায় ঢেকে ছিল। রোদ উঠলে কুয়াশা কমে যায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। 

এ বিষয়ে স্থানীয় বাজারের দোকানিরা বলেন, ভোর থেকে কুয়াশা বেশি থাকায় বাজারে ক্রেতাদের আগমন কম ছিল। বেলা বাড়ার পরে বাজারে ক্রেতাদের সমাগম ঘটে। 

শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোরে ফেরি চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছিল। এ ছাড়া ভোর থেকে নৌরুটে লঞ্চ চলাচল দেরিতে শুরু করা হয়। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোরে চারপাশে কুয়াশার মাত্রা বেশি হলেও নৌপথে ততটা কুয়াশা ছিল না। ফেরি চলাচল করছে। তবে কিছু সময় চলাচলে ধীরগতি ছিল।  

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে