হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অসময়ে বাড়ছে নদীর পানি, ফের আতঙ্কে ঘিওরবাসী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

অসময়ে বাড়ছে মানিকগঞ্জের ঘিওরের ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি। এসব নদীর পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের আতঙ্ক। বসতবাড়ি, ফসলি জমি যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।

সদ্যবিগত বর্ষায় ভাঙনের ফলে নদী গর্ভে চলে গেছে প্রায় অর্ধশত বসতভিটা, ব্রিজ, কালভার্ট, ফসলি জমি, শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাটসহ বেশ কয়েকটি স্থাপনা। ইছামতী শাখা নদীর ভাঙনের শিকার বড় রামকান্তপুর কুঠিবাড়ি এলাকার ২৬টি পরিবার। এর ফলে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা। এর মধ্যেই নতুন করে বাড়ছে পানি।

সরেজমিনে দেখা যায়, ঘিওর সদর ইউনিয়নের পঞ্চরাস্তা এলাকায় পুরাতন ধলেশ্বরী নদীর উত্তর পাড়ে ভাঙনে কমপক্ষে ১৫টি বসতবাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় হুমকির মুখে আছে সরকারি খাদ্য গুদাম ও শ্মশানঘাট। শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া, ঘিওর নদীর উত্তর পারের বাজার এবং ব্রিজসহ ১২-১৩টি প্রতিষ্ঠানও ঝুঁকিতে।

নদীর ভাঙনে শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মধ্যে রয়েছে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চবিদ্যালয়, কুস্তা ব্রিজ, ঘিওর-গোলাপনগরের রাস্তা, ব্যাপারীপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম ও সেখানকার কবরস্থান।

জাবরা গ্রামের মো. আজিম মিয়া বলেন, ‘অসময়ে নতুন করে ভাঙনে আমার মতো আরও অনেকেই ফসলি জমি হারাচ্ছেন। ইতিমধ্যে কালীগঙ্গা নদীর ভাঙনে আমার ২ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’

ইছামতী নদীর ভাঙনের শিকার মহাদেব শীল, বক্কার মিয়া, মো. মোস্তফা কামাল ও পারুল আক্তার জানান, ‘পোলাপান লইয়া সব সময় ডরের মধ্যে থাকি। রাইত একটুও ঘুমাইতে পারি না। কহন না জানি নদী সব লইয়া যায়। আমাগো বসতবাড়ি ভাঙন রোধে সরকারের সাহায্য চাই।’

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘হঠাৎ পানি বাড়ার সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি পানি উন্নয়ন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। ইতিমধ্যে ঘিওর হাট, কুস্তা ব্রিজ ও খাদ্য গুদাম, শ্মশান, মন্দির ভাঙনের কবল থেকে রক্ষায় জিও ব্যাগ ফেলা, বাঁধ ও সংস্কারসহ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়েছে।’

ভাঙন রোধের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘আপাতত সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া কুস্তা বেইলী ব্রিজে গাইড ওয়ালসহ জিও ব্যাগ ফেলা হয়েছে। ইতিমধ্যে ২ কোটি ৫০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ভাঙনরোধে তিনটি প্রকল্পের মাধ্যমে ধলেশ্বরী নদী পুনঃখনন কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।’

সেপ্টেম্বরেও ঘিওর উপজেলার ইছামতী, পুরাতন ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানি অসময়ে বৃদ্ধিতে ভাঙনের ঘটনা ঘটে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক