হোম > সারা দেশ > ঢাকা

রাজউকের অভিযানে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়েছে। অভিযানে ১০ ভবন মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ও পরিদর্শন দল। এ সময় বিভিন্ন অসংগতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৪টি ভবনের মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল, ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। ব্লিচিং পাউডার, মশা রোধী স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়। 

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন জানান, এডিস মশার বংশবিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে। যেকোনো অসংগতি দেখলেই আদালতসমূহ ভবন মালিকদের জরিমানা করছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট