হোম > সারা দেশ > ঢাকা

রাজউকের অভিযানে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়েছে। অভিযানে ১০ ভবন মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯টি নির্মিত ও ৪৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ও পরিদর্শন দল। এ সময় বিভিন্ন অসংগতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৪টি ভবনের মালিককে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল, ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। ব্লিচিং পাউডার, মশা রোধী স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়। 

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন জানান, এডিস মশার বংশবিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে। যেকোনো অসংগতি দেখলেই আদালতসমূহ ভবন মালিকদের জরিমানা করছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু