হোম > সারা দেশ > ঢাকা

মশা নিয়ন্ত্রণে ৫৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান

ডিএসসিসির উদ্যোগে ডেঙ্গু মশা নিয়ন্ত্রন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা বৃদ্ধিতে চিরুনি অভিযান। ছবি: আজকের পত্রিকা

মশক নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম তথা চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসসিসির সকল ওয়ার্ডে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা উদ্বুদ্ধ করতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ২৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ মশকনিধন কার্যক্রমে ৮৭৩ জন মশককর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৫৩০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) ২৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ দুই দিনে মোট ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি। দুই দিনের অভিযানে মোট ২৭০৯ জন মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। এই কাজের অংশ হিসেবে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে মোট সনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২২১ জন। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় রোগীর সংখ্যা দেখানো হয় ১৭১ জন। কিন্তু সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসি এলাকায় ৪০ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরের এবং তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ