হোম > সারা দেশ > ঢাকা

আইনজীবীর ১৬ কোটি টাকা ও অন্যান্য ফি ১০ কোটি, হলফনামা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রামীণ টেলিকম থেকে শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় আইনজীবী ইউসুফ আলী ফি হিসেবে ১৬ কোটি টাকা পেয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ইউসুফ আলীর আইনজীবীরা এই তথ্য জানান। এর বাইরে ১০ কোটি অন্যান্য ফিও রয়েছে বলে জানান আদালত।

এ সময় আদালত বলেন, মানুষের যেন ন্যূনতম সন্দেহ না থাকে, হলফনামা দিয়ে তা পরিষ্কার করুন। স্পষ্ট করে হলফনামা দিয়ে বলুন, কত ফি নিয়েছেন। আদালত হলফনামা দিতে আরও দুই দিন সময় দিয়েছেন।

আদালতে ইউসুফের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা, রবিউল আলম বুদু ও অনীক আর হক।

গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে রিটকারীদের কাছ থেকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগ উঠেছিল আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে। পরে তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে ৩ জুলাই সাংবাদিকদের জানান তিনি নিজেই।

আইনজীবী আহসানুল করিম আজ সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা যে টাকা পেয়েছেন তার মধ্যে ৬ শতাংশ টাকা লিগ্যাল ফি এবং অন্যান্য ফি হিসেবে দেখানো হয়েছে। ৬ শতাংশ ফি হিসেবে ২৬ কোটি টাকা হয়। এর মধ্যে আইনজীবীর ফি ১৬ কোটি এবং ১০ কোটি অন্যান্য ফি। আদালত অন্যান্য ফি ১০ কোটি টাকা কেন সেটি স্পষ্ট করে হলফনামা দিতে বলেছেন।’

এদিকে আইনজীবী ইউসুফ আলীর বিতর্কিত ফি এবং ড. মুহম্মদ ইউনূস সম্পর্কে বাজে মন্তব্য করার বিষয়ে কেন তদন্ত করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগ তদন্ত করতে রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই সময় ব্যারিস্টার আশরাফ বলেন, ‘এই ইউসুফ আলী গ্রামীণ টেলিকমেরই আইনজীবী। তিনিই আবার গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছেন। যা বার কাউন্সিল আদেশ অনুযায়ী পেশাগত অসদাচরণ।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট