হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত ফি আদায়: ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত একাধিক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২-এ নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করায় কেন পাঠদানের অনুমতি বাতিল করা হবে না, তা পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।

জানতে চাইলে আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোয়াজ্জেম হোসেন আরও বলেন, অভিযোগ পেলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে জবাব চাওয়া হবে।

নোটিশ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমি, বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, গ্রিন ফিল্ড কলেজ এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি