হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত ফি আদায়: ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত একাধিক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২-এ নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করায় কেন পাঠদানের অনুমতি বাতিল করা হবে না, তা পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।

জানতে চাইলে আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোয়াজ্জেম হোসেন আরও বলেন, অভিযোগ পেলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে জবাব চাওয়া হবে।

নোটিশ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমি, বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, গ্রিন ফিল্ড কলেজ এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ