হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত ফি আদায়: ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ঢাকার সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত একাধিক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২-এ নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করায় কেন পাঠদানের অনুমতি বাতিল করা হবে না, তা পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।

জানতে চাইলে আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোয়াজ্জেম হোসেন আরও বলেন, অভিযোগ পেলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে জবাব চাওয়া হবে।

নোটিশ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমি, বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, গ্রিন ফিল্ড কলেজ এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট