হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

ঘাটাইল প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গুণগ্রাম এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আজ আজ বুধবার দুপুর সাড়ে বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হোলতার (৯৫) বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মধুপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার সার্ভিসের একটি বাস ঘাটাইল সদরের কাছে গুণগ্রাম সেতুর নিকট এসে একটি খাদে পড়ে যায়। খাদটি সড়ক থেকে প্রায় ২০ ফুট গভীরে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজে যোগ দেয়। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট