হোম > সারা দেশ > ঢাকা

আদেশের পরও পাসপোর্ট না দেওয়ায় কর্মকর্তাকে দুই ঘণ্টা দাঁড় করিয়ে রাখলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদেশের পরেও পাসপোর্ট ইস্যু না করায় সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানকে আদালত অবমাননার দায়ে দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছেন হাইকোর্ট। 

আজ বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁকে দাঁড়িয়ে থাকার সাজা দেন। 

হাইকোর্ট রায়ে বলেছেন, ফৌজদারি মামলা থাকলে বা মামলার তদন্ত চলাকালে কাউকে পাসপোর্ট দেওয়া থেকে বিরত থাকা যাবে না। 

আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের রায় এর আগেও হয়েছে। তবে এ ধরনের মামলায় আদালত অবমাননা এটিই প্রথম। সারা দেশে মামলা থাকার কারণে যেসব পাসপোর্ট ঝুলে আছে তা দিয়ে দেওয়া উচিত। ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে পাসপোর্ট দেওয়া যাবে না, এই ধরনের কোনো আইন নেই। পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট। এটি বাংলাদেশের সকল নাগরিকের থাকতে পারে। 

জানা যায়, হুসাইন আহমেদ নামে এক ব্যক্তি পাসপোর্ট পেতে গত বছরের ২২ অক্টোবর অনলাইনে রেজিস্ট্রেশন করে সুনামগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদন করেন। যাবতীয় কাজ শেষ হওয়ার পর তাঁকে ১৩ নভেম্বর পাসপোর্ট নেওয়ার জন্য ডেলিভারি স্লিপ দেওয়া হয়। তবে পুলিশ ভেরিফিকেশনের সময় স্থানীয় থানা থেকে জানানো হয়, তাঁর নামে ৬টি ফৌজদারি মামলা আছে। হুসাইন আহমেদ জানান, পাঁচটিতে তিনি খালাস পেয়েছেন এবং একটি বিচারাধীন। তবে মামলা বিচারাধীন থাকায় তাঁর পুলিশ ভেরিফিকেশনের প্রতিবেদন নেতিবাচক আসে। 

পাসপোর্ট না দেওয়ায় হুসাইন আহমেদ আঞ্চলিক অফিসে কারণ জানতে চেয়ে আবেদন করেন। এরপর ১৫ দিনের মধ্যে পাসপোর্ট চেয়ে আইনি নোটিশ পাঠান। জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ হাইকোর্ট ১৫ দিনের মধ্যে হুসাইন আহমেদকে পাসপোর্ট সরবরাহের নির্দেশ দিয়ে রুল জারি করেন। 

তবে আদেশের অনুলিপি পাওয়ার পরও সুনামগঞ্জের আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান গত ৩ এপ্রিল চিঠি দিয়ে পাসপোর্ট ইস্যু না করার কথা জানিয়ে দেন। এরপরই মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়। গত ২৬ মে হাইকোর্ট মনিরুজ্জামানকে সশরীরে হাজির হতে আদেশ দেন এবং তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন। 

মনিরুজ্জামান বিদেশে বাইরে থাকায় তাঁর পক্ষে সময়ের আবেদন করলে আদালত ৫ জুন দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় তিনি আজ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেন। তবে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় শাস্তি দেন হাইকোর্ট। 

এদিকে আদালত অবমাননার রুল জারির পর হুসাইন আহমেদের পাসপোর্ট ইস্যু করা হয় এবং তিনি ৪ জুন তা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি