হোম > সারা দেশ > ঢাকা

ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ সমাবেশ

জাবি প্রতিনিধি 

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে ফেলানী হত্যা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

রাত ৮টার দিকে বের হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তাঁরা। সমাবেশ সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ার।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, ফেলানী হত্যার ১৪ বছর পার হলেও এখন পর্যন্ত এর বিচার হয়নি। শুধু ফেলানী হত্যা নয়, এরকম শত-শত হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার করেনি। ফলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, আগামী দিনগুলোতে সীমান্তে হত্যা বন্ধের জন্য অতিদ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সীমান্তে আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না।’

আরিফুজ্জামান উজ্জ্বল আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত সব সময় বাংলাদেশের ওপর আধিপত্যবাদী মনোভাব দেখিয়েছে। আমরা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। ঠিক একইভাবে আমাদের সেই ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে দিতে হবে। তাহলে ভারত আর বাংলাদেশের প্রতি আধিপত্যবাদী মনোভাব দেখাতে পারবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যে অপূর্ণতা ছিল, সেই অপূর্ণতাকে পূর্ণতা দান করতেই চব্বিশ এসেছে। আমরা চব্বিশে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়েছি। এই চব্বিশে দেশের প্রত্যেক নাগরিক ভারতের এজেন্সি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নেমে এসেছিল। ৫ আগস্ট শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদে আঘাত করেছি। ভারত সরকার যদি এখনো বাংলাদেশকে তার অঙ্গরাজ্য মনে করে, তাহলে তাদের পাল্টা আঘাত করার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা প্রস্তুত আছে।’

তৌহিদ সিয়াম আরও বলেন, ‘১৪ বছর হয়ে গেলেও সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত ফেলানী হত্যার বিচার এখনো হয়নি। প্রতিটি হত্যার বিচার ভারতকে করতে হবে। নতুবা বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের মতো ফুঁসে উঠবে ভারতকেও ওই অঞ্চল থেকে উপড়ে ফেলার জন্য। বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে যত ধরনের চুক্তি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে তা জনগণের সামনে আনতে হবে। আমরা আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা চাই। আমরা সুরক্ষিত সীমান্ত চাই, যে সীমান্তে আর কোনো বাংলাদেশি নাগরিক মরবে না। যত দিন পর্যন্ত এই চব্বিশের ছাত্র-জনতা মাঠে থাকবে এবং চব্বিশের বিপ্লব জেগে থাকবে, তত দিন পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ এই বাংলার মাটিতে আর স্থান পাবে না।’

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ