রাজধানীতে আজ মঙ্গলবার দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এখনো সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ চলছে। সন্ধ্যার পর প্রেসক্লাবের সামনে তোপখানা রোড এলাকায় দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাজাহান শিকদার বলেন, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রান্সসিলভা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।
প্রেসক্লাব ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দিনভর সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন চট্টগ্রামের, দুজন ঢাকার ও একজন রংপুরের।
এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।