গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের ওপর প্রাইভেট কার-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার মরিচা গ্রামের আয়নালের ছেলে রাজু (২৫), নীলফামারী জেলার রাবেরতল গ্রামের রহিম আলীর ছেলে শাহিনুর রহমান (৩০) ও বরগুনা জেলার বেতাগী গ্রামের সেলিম মৃধার ছেলে শামীম মৃধা (৩০)। নিহতরা সবাই মোটরসাইকেলের যাত্রী ছিল।
এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে নামার আগমুহূর্তে উল্টো পথে মোটরসাইকেলটি আসার কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটে।