হোম > সারা দেশ > ঢাকা

প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর জামিন দেন। 

বিকেলে আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার এসআই সুলতানউদ্দিন খান। অন্যদিকে আউয়ালের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 

মামলার বাদী রাজীব কায়সারও আদালতে হাজির ছিলেন। তিনি আদালতকে বলেন, টাকা দেনা–পাওনার বিষয়ে নিজেদের মধ্যে আপস হওয়ায় আসামি এম এ আউয়াল জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই। পরে আদালত আপসের শর্তে জামিন দেন। 

এর আগে গতকাল বুধবার রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে আউয়ালকে গ্রেপ্তার করা হয়। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপার্টি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য চুক্তি করেন। পরবর্তী সময়ে মিরপুর রেজিট্রি অফিসে গিয়ে তা দলিল করেন। মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক প্রদান করা হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরবর্তী সময়ে রাজীব টাকা চাইলে তাঁকে হত্যার হুমকি দেন আসামি। 

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় এম এ আউয়ালসহ তিনজনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কলাবাগান থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। কলাবাগান থানা আদালতের নির্দেশে মামলা রুজু করেন।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’