হোম > সারা দেশ > ঢাকা

প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর জামিন দেন। 

বিকেলে আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার এসআই সুলতানউদ্দিন খান। অন্যদিকে আউয়ালের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 

মামলার বাদী রাজীব কায়সারও আদালতে হাজির ছিলেন। তিনি আদালতকে বলেন, টাকা দেনা–পাওনার বিষয়ে নিজেদের মধ্যে আপস হওয়ায় আসামি এম এ আউয়াল জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই। পরে আদালত আপসের শর্তে জামিন দেন। 

এর আগে গতকাল বুধবার রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে আউয়ালকে গ্রেপ্তার করা হয়। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপার্টি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য চুক্তি করেন। পরবর্তী সময়ে মিরপুর রেজিট্রি অফিসে গিয়ে তা দলিল করেন। মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক প্রদান করা হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরবর্তী সময়ে রাজীব টাকা চাইলে তাঁকে হত্যার হুমকি দেন আসামি। 

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় এম এ আউয়ালসহ তিনজনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কলাবাগান থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। কলাবাগান থানা আদালতের নির্দেশে মামলা রুজু করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন