হোম > সারা দেশ > ঢাকা

বাবার নিষেধের পরও মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ঢামেক প্রতিবেদক ও উত্তরা প্রতিনিধি

নিহত ছাত্র মোস্তাকিম ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্কুলছাত্রের নাম মোস্তাকিম ইসলাম (১৪)। মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দাতপাড়া গ্রামে।

মোস্তাকিমের বাবা ফিরোজ আল মামুন জানান, তাঁদের বাসা দক্ষিণখান চালাবন এলাকায়। আজ সকাল ৬টার দিকে তাঁর মোটরসাইকেল নিয়ে বের হয় সে। কিছুক্ষণ পর জানতে পারেন, মৈনারটেক গোবিন্দপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘মোস্তাকিমকে মোটরসাইকেল চালাতে নিষেধ করা হয়েছিল, তবু সে গাড়ি নিয়ে বের হয়েছিল। তবে কোথায় যাচ্ছিল, তা পরিবারের কেউ জানত না।’

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সকালে শিক্ষার্থীটি তার বাবার মোটরসাইকেল নিয়ে বের হলে মৈনারটেক গোবিন্দপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ পরিবারের পক্ষ থেকে আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে