রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পথে বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ওসি সোমনাথ বসু আরও জানান, পুলিশের প্রাথমিক ধারণা, ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।