হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে ছাত্রীদের পেটানো সেই ছাত্রলীগ কর্মীর শাস্তি চান কুয়াকাটাবাসী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রীদের পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের সর্বোচ্চ শাস্তি চেয়ে নিজ এলাকায় রাস্তায় নেমেছেন পটুয়াখালীর কুয়াকাটার সর্বস্তরের মানুষ।

আজ শনিবার শেষ বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, ছাত্রদলসহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে তার শাস্তি চেয়ে মানববন্ধনে অংশ নেন কয়েক শত মানুষ।

জানা গেছে, ওই ছাত্রলীগ নেতা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পরেই এমন ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও তার এই কাজের নিন্দা জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটার মানুষ হিসাবে তাঁরা লজ্জিত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মারধর করা এবং স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর হয়ে কুয়াকাটা থেকে ঢাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের মারধরের কারণে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বনি আমিন সিফাত, কুয়াকাটা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হানিফ গাজী সহ কয়েক শত ছাত্ররা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯