আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুন:প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা।
আদালত বর্জন কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ সোমবার সুপ্রিম কোর্টে লিফলেট বিতরণ ও মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেই সঙ্গে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করেন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। তবে বগুড়ায় আইনজীবীদের ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, ‘বিচারের নামে অবিচার চলছে। গায়েবি মামলায় বিএনপির নেতা কর্মীদেরকে একের পর এক সাজা দিচ্ছেন দালতগুলো। এর প্রতিবাদে আমরা আদালত বর্জনের কর্মসূচি হাতে নিয়েছি।’
জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘এই সরকার ন্যাক্কারজনকভাবে আদালতগুলোয় হস্তক্ষেপ করে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। এসবের প্রতিবাদের অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি।’
বগুড়ায় ব্যানারে আগুন :
বগুড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। সোমবার দুপুর দুইটার দিকে বগুড়া জেলা জজ আদালত চত্বরে ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, কুমিল্লা, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিলেট, বরিশাল, সুনামগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, মাদারীপুর এবং কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতে মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি–জামায়াত সমর্থিত আইনজীবীরা।