হোম > সারা দেশ > ঢাকা

ভরণপোষণ না পেয়ে সতিনকে হত্যা করেন ২ সন্তানের মা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান। 

গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। 

উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’ 

হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’ 

তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন। 

এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব