হোম > সারা দেশ > ঢাকা

ভরণপোষণ না পেয়ে সতিনকে হত্যা করেন ২ সন্তানের মা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান। 

গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। 

উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’ 

হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’ 

তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন। 

এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার