হোম > সারা দেশ > ঢাকা

সিলেট যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টি আর উজানের পানির ঢলে সিলেট জুড়ে পানিবন্দী হাজার হাজার মানুষ। শহর থেকে গ্রাম সবখানে সৃষ্ট বন্যায় প্রায় সব ধরনের যোগাযোগ বন্ধ। এ অবস্থায় আহত ও অসুস্থদের চিকিৎসার জন্য ঢাকা থেকে চিকিৎসকদের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি স্থানীয়ভাবেও অধিদপ্তরের আরও একটি দল কাজ করবে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

ভার্চ্যুয়াল এ সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন যুক্ত ছিলেন। এ ছাড়া সকল অতিরিক্ত মহাপরিচালক, প্রশাসন, হাসপাতাল ও ক্লিনিকসমূহ, রোগ নিয়ন্ত্রণ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) বিভাগের পরিচালক, সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা বিভাগীয় পরিচালক ও বিভাগের সকল জেলা সিভিল সার্জনরাও অংশ নেন।

অধ্যাপক আহেমদুল কবীর বলেন, এই সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের তেমন করার কিছুই নেই। পানি কমতে থাকলে নানা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে আমাদের কাজ বেড়ে যাবে। তারপরও অসুস্থ ও আহতদের চিকিৎসার্থে শনিবার ঢাকা থেকে আমাদের একটি দল সিলেট যাবে। একই সঙ্গে স্থানীয় আরও একটি দল তাতে যোগ দেবে। দুটি টিমই সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনসহ সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। 

সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। জেলা শহরের সঙ্গে সদর, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কসহ সারা দেশের সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যাকবলিত উপজেলার বাসিন্দারা। 

জেলা ও উপজেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ নৌকা ও উদ্ধার সরঞ্জাম না থাকায় জেলা প্রশাসক সেনাবাহিনীর সহযোগিতা চাইলে সেনাবাহিনী আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করছে। 

বন্যার পানি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন