হোম > সারা দেশ > ঢাকা

বালু উত্তোলন করতে পারবেন না সেলিম খান: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদপুরের মেঘনা নদী থেকে ইউপি চেয়ারম্যান সেলিম খান বালু উত্তোলন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। সেলিম খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। মাঈনুল হাসান বলেন, হাইকোর্টের রায় বাতিল করার ফলে মেঘনা নদী থেকে সেলিম খানের বালু উত্তোলনের আর কোনো সুযোগ নেই।

এর আগে, গত ৪ এপ্রিল মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান বলেন, এই এলাকাকে বালুমহাল ঘোষণা করা হয়নি। বালুমহাল হলে ইজারার মাধ্যমে করা যায়। এখানে সেটা করা হয়নি। তাই ব্যক্তিগতভাবে সেলিম খান এটা করতে পারেন না। তিনি আইন লঙ্ঘন করে এই আবেদন করেছেন। তাই হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।

এই সম্পর্কিত পড়ুন:

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ