হোম > সারা দেশ > ঢাকা

রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। এ বিষয়ে পুলিশের মাথাব্যথা নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে।

আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

কমিশনার বলেন, ‘সকল রাজনৈতিক দলই রাজনীতি করছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। তবে দেশে নিষিদ্ধ ৬টি রাজনৈতিক দল রয়েছে। তারা কোনও কর্মসূচি করতে পারবে না।’

কমিশনার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি ভাঙচুর, আগুন ও গাছ কেটে ফেলাসহ নানাবিধ ফৌজদারি অপরাধ করে কোনো কোনো রাজনৈতিক দল। এগুলো ফৌজদারি অপরাধ। আর পুলিশ ফৌজদারি অপরাধ হলেই ব্যবস্থা নিয়ে থাকে।’

রাজনৈতিক কর্মসূচির নামে ফৌজদারি অপরাধ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে বলেও মন্তব্য করেন নতুন কমিশনার।

ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে। তবুও তাঁরা ভালো জায়গায় পোস্টিং পাচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগে কী হয়েছে সেটা জানা নেই। তবে আমার সময়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রাফিক সমস্যা সমাধানের বিষয়ে নবনিযুক্ত কমিশনার বলেন, ‘আমি দীর্ঘদিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয়নি। কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করব। দ্রুত সময়ে ট্রাফিক সমস্যা সমাধান করে ঢাকার নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করব।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক