হোম > সারা দেশ > ঢাকা

ইডাফস’র পুনর্মিলনী ১৪ জানুয়ারি

আগামী ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ এ্যালমনাই এসোসিয়েশন ‘ইডাফস’ এর অভিষেক, পুণর্মিলনী ও নবীন বরণ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এসোসিয়েশনের (ইডাফস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল ১০টা থেকে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান হবে।

পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের আগামী ৭ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান (০১৫৫২৩৫০৪৩৬) ও আব্দুল্লাহ আল মামুন (০১৮১৪৬৫৮২৯৮) এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.edaphos.org তে ভিজিট হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ (প্রাক্তন মৃত্তিকা বিজ্ঞান) বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এলামনাই এসোসিয়েশন ‘ইডাফস’ এর বর্তমান কমিটির ৩য় সভায় এ সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল আলম ৷ সভায় উপস্থিত ছিলেন ইডাফসের সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব জনাব মো. আবুল ফজল মীর ৷

১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এই বিভাগের গবেষণার পরিধি আরও বিস্তৃত করে বিভাগের নাম পরিবর্তন করে মৃত্তিকা পানি ও পরিবেশ করা হয়। এ বিভাগের এলামনাই এসোসিয়েশন ‘ইডাফস’ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১