হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার প্রতিষ্ঠিত আইনের শাসন ধরে রাখার আহ্বান আইনমন্ত্রীর 

ঢাবি প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, সেই আইনের শাসন এখন ধরে রাখতে হবে।’

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মাঠে ‘বাংলাদেশ আইন সমিতি’–এর ৩৬ তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্র এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর কোনো এজাহার দায়ের করা হয়নি। অথচ কোনো হত্যাকাণ্ড অথবা অপরাধ হলে এজাহার হয়। কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে আঠারো জনকে হত্যা করা হলেও কোনো মামলা হয়নি। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আইনের শাসন চলছে, আইনের শাসনের চেতনা ধরে রাখতে দলমত-নির্বিশেষে কাজ করা দরকার।’

মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের (আইন সমিতির সদস্যরা) ওপর অনেক আস্থা। আপনাদের মাধ্যমে আইনের শাসন আরও দৃঢ় হবে বলে বিশ্বাস রাখি, আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজ জারি রাখুন।’

বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম আফজাল উল-মুনীর সভাপতিত্বে বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণে সমিতির সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করার জন্য আইন সমিতির সদস্যরা অগ্রগণ্য ভূমিকা রাখবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও আইন সমিতির সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সম্মেলনে আইন সমিতির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু