হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম আহসান হোসাইন (২১)। তিনি জুরাইন নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামের এক শিক্ষার্থী। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে আহসানের মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহতকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পোস্তগোলা ফায়ার স্টেশনের পরিদর্শক যুগল বিশ্বাস জানান, বিকেলে একটি মোটরসাইকেলযোগে দুজন ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের হাসপাতালে নিয়ে যায়। 

আহসানের মা রোকসানা পারভীন জানান, তাঁদের বাসা জুরাইন কুসুমবাগ এলাকায়। বিকেলে বন্ধুর সঙ্গে নীলক্ষেত যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। সন্ধ্যার দিকে সড়ক দুর্ঘটনায় ছেলে আহত হওয়ার খবর পান। দুই ভাই, দুই বোনের মধ্যে আহসান ছিল বড়। 

আহত ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, ফাতিন নটরডেম কলেজের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তাঁদের বাসা জুরাইন খন্দোকার রোডে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট