হোম > সারা দেশ > ঢাকা

পিয়াসার সহযোগী মিশু ৯ ও জিসান ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসানকে নয় দিন ও মাসুদুল জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পাঁচটি মামলায় রিমান্ডের পৃথক এই আদেশ দেন।

দুপুরের পর দুজনকে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা পৃথক পৃথকভাবে চারটি পৃথক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে দুই আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে শুনানি হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিসানের বিরুদ্ধে জাল ভারতীয় মুদ্রা রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

মিশুর বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এদিকে এই দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে ভাটারা থানায় দায়ের করা এক মামলায় আরও ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এই মামলায় এক দিন করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।

এদিক খিলক্ষেত থানায় জিসানের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিন মঞ্জুর করেন।

আদালত প্রত্যেক মামলায় দুজনেরই জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

গত বুধবার দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দুজনকে আটক করে র‍্যাব। পরে অস্ত্র, জাল ভারতীয় মুদ্রা, মাদক, অশ্লীল ছবিসহ ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ভাটারা থানায় চারটি ও খিলক্ষেত থানায় একটি মামলা করে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন