হোম > সারা দেশ > ঢাকা

শুরুটা ভালো তবে শঙ্কা আছে, ভোট দিয়ে বললেন ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুরুটা ভালো। তবে শঙ্কা আছে। নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয় তাহলে ফলাফল যাই হোক তা মেনে নেব।’  

আজ সকাল ৮টা ১১ মিনিটে নগরীর রুপাতলী হাউজিং সোসাইটির আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই মেয়র প্রার্থী।

ফয়জুল করীম বলেন, ‘শুরুটা ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কাউনিয়ার একটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টকে নামিয়ে দেওয়া হয়েছিলে। সেখানকার নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানালে পরে সেই সমস্যার সমাধান হয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। আটটা বাজার আগেই তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসে হাজির হয়েছেন।’

এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘আমি প্রশাসনকে বলবো, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন এবং কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।’

কোন শঙ্কা আছে কীনা—সাংবাদিকদের এমন প্রশ্নে ফয়জুল করীম বলেন, ‘অবশ্যই আছে। দেখুন আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন প্রতিটি রেজাল্টের প্রিন্ট কপি তারা আমাদের দেবেন। আমরাও তাদের বলব, তারা যেন হাতে লেখা কোনো রেজাল্ট শিট আমাদের না দেয়।’

ফলাফল মেনে নেবেন যা কিছুই হোক না কেন— এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, ‘এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ভোট যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয় তাহলে যা হয় আমরা সেটাই মেনে নেব।’

ইভিএম নিয়ে শঙ্কা জানিয়ে এই প্রার্থী বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে হাত পাখার এজেন্ট আছে এবং ভোট সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোট জয় আমরা জয়ী হব।’ 

এই কেন্দ্রে আটটি বুথে ভোট দেবেন ২৫৮৯ জন ভোটার দেবেন।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি