হোম > সারা দেশ > ঢাকা

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ভোক্তা অধিদপ্তর ও কুমিল্লার জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকার

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও 

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার সিটি করপোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কুমিল্লার দোকান মালিক সমিতি। 

আজ রোববার দুপুরে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ সহায়তার টাকা তুলে দেন। 

সহায়তার টাকা তুলে দেওয়ার পরে বাহাউদ্দিন সাংবাদিকদের বলেন, আমি ঘোষণা দিয়েছিলাম ১০ লাখ টাকা দেব। কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদককে অনুরোধ করেছিলাম তোমরাও ১০ লাখ টাকা দাও। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রকে বললাম তুমিও ৫ লাখ টাকা দাও। আমরা ২৫ লাখ টাকা তাৎক্ষণিক ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্যানেল মেয়রও ১ লাখ টাকা দিয়েছেন। আমরা ২৫ লাখ টাকার কথা বললেও ২৬ লাখ টাকা হস্তান্তর করেছি আজ। 

এ দিকে নিজেদের একদিনের বেতন ও ইফতারের খরচ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুর ১২টার দিকে অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, আমাদের অফিসার্স ও কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্ষতি গ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার জন্য আমাদের সদর দপ্তরের একদিনের বেতন ও ইফতারের খরচের ২ লাখ টাকা তুলে দিয়েছি। এর একটাই কারণ আমরা যে কাজগুলো এতে অনেক ব্যবসায়ী মনে করেন তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা যে তাদের পাশে আছি এ জন্য এটি একটি প্রতীকী অংশ গ্রহণ। এখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ভালোভাবে ঈদের আনন্দ করতে পারে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন