হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় জাবি কর্মকর্তার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম বাচ্চু (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট বিভাগের ডেপুটি কন্ট্রোলার হিসেবে চাকরি করতেন। 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, রাতে জামালপুর থেকে একটি ট্রেনে করে খালাতো বোন ফারিহা সাবরিন রিজাকে সঙ্গে নিয়ে ঢাকায় আসছিল। রিজা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিতে ঢাকায় আসছিল। খিলগাঁওয়ের বাগিচা এলাকায় এসে ট্রেনটির গতি কমিয়ে দেয়। রিজা আগেই ট্রেন থেকে নেমে পড়েন। আশরাফুল আলম ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান রিজা। 

এসআই আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাতে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। 

মৃত আশরাফুল আলমের খালু রেজাউল মাসুদ বলেন, তাদের বাড়ি জামালপুরের সদর উপজেলার ছোট গশরিয়াপাড়ায়। বর্তমানে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মিরপুরের শেওড়াপাড়া শামীম সরণিতে থাকতেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের ডেপুটি কন্ট্রোলার ছিলেন। রিজার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় আশরাফুলের সঙ্গে ঢাকায় আসছিলেন। খিলগাঁও কবি বেনজিরের বাগান এলাকায় তার বাসায় যাওয়ার কথা ছিল। 

রেজাউল মাসুদ আরও জানান, `আমার বাসায় আসার উদ্দেশেই ট্রেন থেকে বাগিচায় নামছিল তারা। এ সময় ট্রেন দুর্ঘটনায় মারা যায় আশরাফুল। ঢাকা মেডিকেল থেকে মৃতদেহ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসি। এখানে জানাজা শেষ করে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছি।'

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট