ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে আন্দোলনের সপ্তম দিন চলছে। আজ রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন তাঁর সমর্থেকেরা। দাবি না মানলে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা।
আজ বুধবার সকাল ১০টা থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবন, বঙ্গবাজার, মৎস্য ভবন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দলে দলে জড়ো হতে থাকেন তাঁরা। এসময় এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
এর আগে গতকাল মঙ্গলবার ইশরাক সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, বুধবার সকাল ১০টার মধ্যে দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি হাতে নেওয়া হবে। তাঁরা ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আদালতের রায় অতি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারা ঢাকা অচল করে দেওয়া হবে।
এদিকে বরাবরের মতো নগর ভবনের সামনের সড়কেও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীদের একটি অংশ।
আজও নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে।