রাজধানীর যাত্রাবাড়ী শেখদি এলাকায় নির্মানাধীন ভবন থেকে মাথায় ইট পরে হনুফা বেগম (৩৬) নামের এক নারী মারা গেছে।
আজ শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হনুফার স্বামী মো. লিটন জানায়, তাঁদের বাসা যাত্রাবাড়ী শেখদি কাজিরগাঁও এলাকায়। সকালে বাসা থেকে হেঁটে স্বামী-স্ত্রী বাজারে যাচ্ছিলেন। শেখদি মসজিদের পূর্ব পাশে এলে একটি নির্মাণাধীন ভবনের সাততলা থেকে হনুফার মাথায় ইট পড়ে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লিটন আরও জানান, তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে। হনুফা বাসায় কাপড় সেলাইয়ের কাজ করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।