হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে সেতুর সংযোগ সড়কে ধস, চলাচলে বিঘ্ন

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর এলাকায় নির্মিত কাঠের সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং বর্ষার পানির তোড়ে সংযোগ সেতুর গোড়ার মাটি ধসে পরে বলে জানা যায়। বুধবার দিবাগত রাতের সবচেয়ে বেশি মাটি ধসে পড়ে যায়।

স্থানীয়রা জানান, বকচর, জগন্নাথপুর ও বাহিরচর দক্ষিণ পাড়ার হাজারো মানুষ এ কাঠের সেতু পার হয়ে বাহিরচর বাজারে আসেন। সেতুর গোড়ায় সংযোগস্থলে বালু মাটি দিয়ে ভরাট করায় ধসে পড়েছে। 

বকচর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং বর্ষার পানির তোড়ে সংযোগ সেতুর গোড়ার মাটি ধসে পড়েছে। আমরা গ্রামবাসী গোড়ায় মাটি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। দ্রুত বালুর বস্তা ফেলা না হলে তিনটি গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগে পরবে। উপজেলা প্রশাসনের কাছে সেতুর গোড়ার মাটি ভরাটের দাবি জানান তিনি।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মোবাইল ফোনে বলেন, প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণ করা হলেও নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুর গোড়ায় বালু দিয়ে ভরাট করেছে। মাটি দিয়ে অথবা বালুর বস্তা দিয়ে সেতুর গোড়া ভরাট করলে এমন ঘটনা ঘটতো না বলে জানান তিনি।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান