হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে সেতুর সংযোগ সড়কে ধস, চলাচলে বিঘ্ন

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর এলাকায় নির্মিত কাঠের সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং বর্ষার পানির তোড়ে সংযোগ সেতুর গোড়ার মাটি ধসে পরে বলে জানা যায়। বুধবার দিবাগত রাতের সবচেয়ে বেশি মাটি ধসে পড়ে যায়।

স্থানীয়রা জানান, বকচর, জগন্নাথপুর ও বাহিরচর দক্ষিণ পাড়ার হাজারো মানুষ এ কাঠের সেতু পার হয়ে বাহিরচর বাজারে আসেন। সেতুর গোড়ায় সংযোগস্থলে বালু মাটি দিয়ে ভরাট করায় ধসে পড়েছে। 

বকচর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং বর্ষার পানির তোড়ে সংযোগ সেতুর গোড়ার মাটি ধসে পড়েছে। আমরা গ্রামবাসী গোড়ায় মাটি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। দ্রুত বালুর বস্তা ফেলা না হলে তিনটি গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগে পরবে। উপজেলা প্রশাসনের কাছে সেতুর গোড়ার মাটি ভরাটের দাবি জানান তিনি।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মোবাইল ফোনে বলেন, প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণ করা হলেও নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুর গোড়ায় বালু দিয়ে ভরাট করেছে। মাটি দিয়ে অথবা বালুর বস্তা দিয়ে সেতুর গোড়া ভরাট করলে এমন ঘটনা ঘটতো না বলে জানান তিনি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট