হোম > সারা দেশ > ঢাকা

ট্রিপল হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে কাটাখালী-মুন্সিগঞ্জ সড়কে নিহতের পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা এ মানববন্ধন করেন। 

মানববন্ধন থেকে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগের নেতা ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে আসামিদের বিচারের দাবিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম, ছাত্র, দিনমজুরসহ এলাকার সর্বস্তরের মানুষ নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

মানববন্ধনে নিহত আওলাদ হোসেন মিন্টুর সাত বছরের মেয়ে আয়শা বিনতে আওলাদ বলেন, ‘বাবাকে আমার খুব মনে পড়ে। অনেক ভালোবাসি বাবাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মহোদয় যেন ট্রিপল হত্যা মামলার আসামিদের বিচার করেন। আমার বাবার খুনিদের যেন গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।’ 

এ সময় নিহতদের পরিবারের সদস্যরাসহ আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ, পৌর কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী মোজাম্মেল রুমেল ও অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মার্চ বুধবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ওয়ার্ড আওয়ামী সহসভাপতি আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবকে। পরে ২৫ মার্চ বৃহস্পতিবার নিহত মিন্টু প্রধানের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল