হোম > সারা দেশ > ঢাকা

ট্রিপল হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে আলোচিত ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে কাটাখালী-মুন্সিগঞ্জ সড়কে নিহতের পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা এ মানববন্ধন করেন। 

মানববন্ধন থেকে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগের নেতা ইমন ও সাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে আসামিদের বিচারের দাবিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম, ছাত্র, দিনমজুরসহ এলাকার সর্বস্তরের মানুষ নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

মানববন্ধনে নিহত আওলাদ হোসেন মিন্টুর সাত বছরের মেয়ে আয়শা বিনতে আওলাদ বলেন, ‘বাবাকে আমার খুব মনে পড়ে। অনেক ভালোবাসি বাবাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মহোদয় যেন ট্রিপল হত্যা মামলার আসামিদের বিচার করেন। আমার বাবার খুনিদের যেন গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।’ 

এ সময় নিহতদের পরিবারের সদস্যরাসহ আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ, পৌর কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী মোজাম্মেল রুমেল ও অ্যাডভোকেট নাজমা আক্তার নীরা। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মার্চ বুধবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ওয়ার্ড আওয়ামী সহসভাপতি আওলাদ হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা ইমন ও সাকিবকে। পরে ২৫ মার্চ বৃহস্পতিবার নিহত মিন্টু প্রধানের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট