হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুর পাবলিক লাইব্রেরি ২৮ বছর ধরে তালাবদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) ২৮ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিনিয়ত সংস্কার আর আসবাব কেনা হলেও গ্রন্থাগারটি পাঠকের জন্য উন্মুক্ত হয়নি। 

জানা গেছ, ১৯৯৫ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মধুমহলের (ভবনটি ভেঙে ফেলা হয়েছে) পূর্ব পাশের কক্ষে এটি স্থাপন করেন। ইউএনওর বদলির পর কার্যক্রমে ভাটা পড়ে। কিছুদিন পর ওই কক্ষকে অফিসার্স ক্লাবে পরিণত করা হয়। গ্রন্থাগার পাঠিয়ে দেওয়া হয় আদালতপাড়ার কোর্ট ভবনে। সেখানেও পাঠকের জন্য উন্মুক্ত হয়নি এটি। ২০০১ সালে ক্রীড়া সংস্থার একটি কক্ষ মধুপুর পাবলিক লাইব্রেরির জন্য নির্ধারণ করা হয়। দ্বিতীয় তলার ওই কক্ষে কিছু বই, প্লাস্টিকের ডজনখানেক চেয়ার, তিন-চারটি আলমারি রাখা হয়। মো. মজিবর রহমানকে পাবলিক লাইব্রেরি দেখভালের দায়িত্ব দিলেও দুই মাস পর সেই দায়িত্ব নিয়ে নেয় উপজেলা প্রশাসন। তখন থেকেই মধুপুর পাবলিক লাইব্রেরি তালাবদ্ধ। 

গিয়ে দেখা যায়, মধুপুর উপজেলা ক্রীড়া সংস্থার ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। কলাপসিবল গেট তালাবদ্ধ। দ্বিতীয় তলার দক্ষিণ পাশে মধুপুর পাবলিক লাইব্রেরি লেখাটিও মুছে যায় যায় অবস্থা। ওই ভবনে ওঠার কোনো পরিবেশ নেই। দ্বিতীয় তলার সব কটি জানালা ভাঙা। ভবনের চারপাশ পরজীবী উদ্ভিদে ছেয়ে রয়েছে। 

এদিকে ২০২১ সালে মধুপুর পাবলিক লাইব্রেরির নাম পরিবর্তন করে উপজেলা পরিষদ মিলনায়তনকে উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরিতে রূপান্তর করে উপজেলা পরিষদ। বিপুল ব্যয়ে ভবনের সংস্কারও করা হয়। নতুন করে চেয়ার, টেবিল, আলমারি সবই বানানো হয়। ২০২১ সালের ৬ নভেম্বর উদ্বোধন করা হলেও পাঠকের জন্য উন্মুক্ত করা হয়নি গ্রন্থাগারটি। 

ইউএনও শামীমা ইয়াসমিন বলেন, গ্রন্থাগারটি পাঠকের উপযোগী করার কাজ চলমান রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন