হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত নেতা মতিউর রহমানের মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এই মিছিল করা হয়।

জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে মিছিল করা হয়। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে মিছিল শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর এই গ্রেপ্তার বেআইনি।

বক্তারা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের অবস্থা এখন এমন হয়েছে যে একজন বিজ্ঞ আইনজীবীরও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জানান।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকোট আব্দুস সালাম, ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ।

এর আগে গতকাল বুধবার উত্তরার বাসা থেকে আকন্দকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অ্যাম্বুলেন্সে করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। মতিউর রহমান আকন্দ জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ