হোম > সারা দেশ > ঢাকা

এখনো নিয়ন্ত্রণে আসেনি বনানীর আগুন, যুক্ত হয়েছে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাড়ে ৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ছয় তলা ভবনের আগুন। ভবনটির তিন তলার এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ৯টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর থেকেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

আগুনে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বিমান বাহিনীর ৩টি ইউনিট। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা এখনো কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। তিন তলার একটি ক্রেস্ট তৈরির কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে তদন্তের মাধ্যমে জানা যাবে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল