হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজি উদ্দিন রাজু। আজ বুধবার দুপুরে উপজেলার মরজাল ওয়ান্ডার পার্ক হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজি উদ্দিন আহমেদ রাজু। আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, আদিয়াবাদ সরকারি ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, সিরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও আবদুল্লাহপুর স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।

সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমার পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে আসছি। যে প্রতিষ্ঠান খারাপ করেছে, এই ভাবে আমি আর চাই না। ভালো রেজাল্ট চাই। আগামী বছরে যদি কোনো ছাত্র ফেল বা খারাপ রেজাল্ট করে ওই প্রতিষ্ঠানের এমপিও সরকারি অনুদান বন্ধ করে দেব। তোমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, এর সঙ্গে নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। তোমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণার সঙ্গে একাত্ম পোষণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। প্রচলিত শিক্ষার পাশাপাশি বেশি বেশি বই পড়া এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি। উপজেলায় পাঁচজন মেধাবীকে পড়ালেখাসহ যা কিছু প্রয়োজন সব আমি দেব।’

উল্লেখ্য, ২০২৩ সালে উপজেলায় এসএসসি সমমানের পরীক্ষায় ৮১ জন গোল্ডেন জিপিএসহ মোট ৩৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ‘অসমাপ্ত আত্মজীবনী’ শেখ মুজিব রহমান মোটিভেশনাল বই তুলে দেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি