হোম > সারা দেশ > ঢাকা

ভাটারা থেকে অপহৃত ফল ব্যবসায়ী বেইলি রোডে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মো. আল নোমান (২২) ও মো. শিপন চৌধুরী (২২)।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেন বসুন্ধরা গেটের পাশে লন্ডন একরাম টাওয়ারসংলগ্ন ‘ভাই ভাই ফল ভান্ডার’ নামে একটি দোকান পরিচালনা করেন। ২৪ জুলাই ভোররাতে কারওয়ান বাজার থেকে ফল কিনে এনে নিজ দোকানে মালামাল গোছানোর সময় হঠাৎ অজ্ঞাতনামা ১৮-২০ জন ১০-১২টি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরদিন (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে অপহরণকারীরা জাকির হোসেনের মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁর স্ত্রী তাসলিমা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। তাসলিমা আক্তার প্রথমে ৫ লাখ টাকা দিতে সম্মত হন এবং একই দিন বেলা ১টায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের সামনে গিয়ে অপহরণকারীদের হাতে টাকা তুলে দেন।

তবে সেই টাকা পেয়েও অপহরণকারীরা আরও দুই লাখ টাকা দাবি করে। ২৫ জুলাই বেলা ১১টার দিকে তিনি আবারও দুই লাখ টাকা দিয়ে দেন। এরপরও অপহরণকারীরা জাকির হোসেনকে মুক্তি দেয়নি। ২৫ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে তাসলিমা আক্তার ভাটারা থানায় লিখিত অভিযোগ করলে একটি অপহরণ মামলা রুজু হয়।

পুলিশ জানায়, মামলার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটারা থানার একটি চৌকস দল রাত ১১টা ৩০ মিনিটে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে অভিযান চালিয়ে জাকির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে বসুন্ধরা আবাসিক এলাকায় আরও একটি অভিযানে অংশ নিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ