হোম > সারা দেশ > ঢাকা

জাবির সামনে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল কিশোরীর

জাবি প্রতিনিধি

সেলফি পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে যাত্রী ওঠাচ্ছিল। এ সময় বাস দুটির মধ্যে আটকে পড়েন একটি মোটরসাইকেলের তিন আরোহী। এতে পড়ে গিয়ে দুই বাসের একটিতে চাপা পড়ে নিহত হয়েছে এক কিশোরী। আহত হয়েছেন মোটরসাইকেলের অপার দুই আরোহী। আজ শনিবার ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোরী হলো গাইবান্ধার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শিলা আক্তার (১৬)। আহতরা হলেন মোটরসাইকেল চালক ও নিহত শিলার মামা হজরত আলী ও তাঁর মেয়ে সুমাইয়া আক্তার। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, ‘বাস দুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলে থানায় আনা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আজিজুল জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে সেলফি পরিবহনের একটি বাস যাত্রী তুলছিল। পেছনে থাকা একই পরিবহনের আরেকটি বাস সামনেরটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই বাসের মধ্যে আটকে গিয়ে মাটিতে পড়ে যান মোটরসাইকেল আরোহী হজরত আলীসহ তাঁর ভাগনি শিলা ও মেয়ে সুমাইয়া। 

শিলা ওই দুটি বাসের একটির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী আহত তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আজিজুল।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান